ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে মৎস্য সপ্তাহের উদ্বোধন

প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২৪, ১১:৪৯

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) সকালে র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গোলাম সবুর, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জাল হোসেন খান তোফা।

স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ