"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, মৎস্যজীবী, জেলে ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় গোয়ালন্দ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.কবির হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্য ব্যবসায়ী, মৎস্যজীবী, জেলে প্রতিনিধি প্রমুখ।
মতবিনিময় সভায় ৩০ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ