ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

উলিপুরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২৪, ১৭:৫৯

কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আমিনুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকালে বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

নিহত আমিনুল হাতিয়া ইউনিয়নের দিঘলহাইল্যা টারিপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ জুলাই) রাতে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হয় আমিনুল ইসলাম। সোমবার সকাল পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পার্শ্ববর্তী এক খালে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তাস্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ