নড়াইলের লোহাগড়ায় একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) উপজেলার নলদী ইউনিয়নের নলদী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ছাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শরীয়তপুর জেলার বকাউলকান্দি এলাকার মনির সরদার, লোহাগড়া উপজেলার বৈকুষ্ঠপুর এলাকার আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার লোহাগড়া উপজেলার নলদী হয়ে একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা খুলনার দিকে যাচ্ছিলো এমন গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল নলদী বাজারে চেকপোস্ট বসায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে সেটি তল্লাশি করে গাড়িতে থাকা ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন, ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ