সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাতেমা খাতুন (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুলাই) সকালে তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী মহল্লার ব্রিজের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক ফাতেমা খাতুন উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের কলেজ শিক্ষক মোত্তালিব সরকার শিশিরের স্ত্রী ও গুল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
বিষয়টি তাড়াশ পৌরসভার মেয়র মো. আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকাল ১০টার দিকে ওই শিক্ষক দম্পত্তি শিশির ও ফাতেমা খাতুন মোটরসাইকেলে উপজেলা সদরের বাসা থেকে গুল্টা গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে আসানবাড়ী মহল্লার ব্রিজের সন্নিকটে পৌঁছালে একটি শিয়াল মোটটরসাইকেলের সামনে দিয়ে দৌঁড় দেয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে আছড়ে পড়ে।
পরে মোটরসাইকেলে থাকা দুজনই ছিটকে পড়ে। এতে দুজনই আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত প্রধান শিক্ষক ফাতেমা খাতুনকে মূমূর্ষ অবস্থায় দুপুর ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে শেরপুর এলাকায় অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি জেনেছি এবং সন্ধ্যায় ওই শিক্ষকের দাফন সম্পন্ন হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ