পিরোজপুরের সদরে পুকুরের পানিতে ডুবে তাইয়্যেবা (৪) ও জান্নাতুল (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমারা আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাইয়্যেবা ও জান্নাতুল কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মো. ইউসুফ ও মো. আব্দুল খালেকের মেয়ে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা তাইয়্যেবা ও জান্নাতুল সকাল ৯টার দিকে খেলতে ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও দেখতে না পেয়ে মা-বাবা তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘরের কাছের পুকুরে খুঁজতে থাকেন।
পরে তাদের মরদেহ পুকুরে দেখতে পেয়ে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি জানান, তারা খেলতে গিয়ে গায়ে কাদা লাগায় পুকুরের পানিতে ধুতে যায়। সেই সময়ে পানিতে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ