নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন পূর্বাচল ইয়ুথ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পূর্বাচল নতুন শহরের ৫ নম্বর সেক্টর সুলফিনা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
পূর্বাচল ইয়ুথ ক্লাবের সভাপতি হাসান খোকনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া, মাছুম চৌধুরী অপু, মনিরুজ্জমান ভূইয়া, সাংবাদিক রিয়াজ হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ, সংগঠনের সাধারন সম্পাদক খোকন ভূইয়াসহ অনেকে।
এসময় প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী বলেন, দেশে পর্যাপ্ত গাছপালা না থাকায় আবহাওয়া ও জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়ে অনুভুত হচ্ছে। তিনি দেশের আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে অতিথিরা বৃক্ষরোপণ করেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ