ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

প্রকাশনার সময়: ২৫ জুলাই ২০২৪, ১৯:২৭ | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১৯:২৯

লক্ষ্মীপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের মান্দারি ইউনিয়নের যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, দুপুরে শ্বশুর নুরনবী ও শাশুড়ি হোসনে আরাকে ডাক্তার দেখিয়ে লক্ষ্মীপুর থেকে অটোরিকশায় চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর নিজ বাড়ি যাচ্ছিলেন গৃহবধূ সুইটি। পথে শাফায়েত নামে আরেক যাত্রী ওঠেন। পথে অটোরিকশাটি যাদৈয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ৬ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক অটোচালক রহমান, বৃদ্ধ নুরনবী ও তার স্ত্রী হোসনেআরাকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকের অফিসার আরমান হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে তিনজনের জীবননাশের আশঙ্কা থাকায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ