ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেকনাফে ট্রলার ডু্বিতে ১৫ জেলে নিখোঁজ

প্রকাশনার সময়: ২৪ জুলাই ২০২৪, ২২:৪৯

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। তবে ট্রলারের মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ সদস্য খোরশেদ আলম জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে ৬ জন মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার সাগরে মাছ শিকারে যাচ্ছিল। তারা শাহপরীর দ্বীপের জেটিতে এসে সেন্টমার্টিনের ১০ জন যাত্রীকে তুলে নেন। পরে ট্রলারটি শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্টে পৌঁছালে ডুবে যায়।

খবর পেয়ে সেন্টমার্টিন থেকে ৪টি স্পিডবোট এসে ট্রলারের মাঝিকে জীবিত উদ্ধার করলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার অনিক বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। এ ঘটনায় ১৫ জন নিখোঁজ রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ