ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

কোটা সংস্কার আন্দোলকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি পেটা

প্রকাশনার সময়: ১৮ জুলাই ২০২৪, ১৬:৩৬ | আপডেট: ১৮ জুলাই ২০২৪, ১৬:৫৯

মাগুরায় কোটা সংস্কার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর লাঠি পেটা করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের ভায়না মোড় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নানান স্লোগান দেন।

হামলার স্বীকার, নিশি, ঝুমুর, সোহেল হোসেনসহ অনেকেই বলেন, সকাল থেকে শিক্ষার্থীরা ভায়না এলাকায় অবস্থান নেই। ভায়না গোল চত্ত্বরে কোটা সংস্কারের দাবি তুলে ধুরে স্লোগান শুরু হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে গিয়ে আন্দোলন করতে বলে।

শিক্ষার্থীরা যশোর রোডের মৎস অফিসের সামনে গেলে পুলিশ আন্দোলকারী শিক্ষার্থীর লাঠি পেটা করেন ও রাবার বুলেট নিক্ষেপ করেন। পরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশ আমাদের বেশ কয়েকজন ভাইকে আটক করে নিয়ে যায়।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুলিমুল্লাহ বলেন, কোটা সংস্কারের দাবিতে ভায়না মোড় এলাকায় আন্দোলন করে। তাদের প্রতিহত করতে পুলিশ তাদেরকে সরিয়ে নিয়ে যান। তবে তিনি লাঠি পেটার কথা অস্বীকার করেন। বিক্ষুব্ধ ছাত্র- ছাত্রীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ পরিস্থিতি শান্ত করাতে বেশ কয়েকজনকে আটক করে মাগুরা সদর থানায় নিয়ে আসে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ