শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় থানা ঘেরাওর চেষ্টা কোটা আন্দোলনকারীদের, পুলিশের লাঠিচার্জ

প্রকাশনার সময়: ১৮ জুলাই ২০২৪, ১৪:৫৪ | আপডেট: ১৮ জুলাই ২০২৪, ১৪:৫৯

সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা সদর থানা ঘেরাওকালে পুলিশ লাঠিচার্জ ও ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

এতে কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে আটক করেছে। পুলিশের লাঠিচার্জে কোটা সংস্কার আন্দোলনের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

অপরদিকে আন্দোলনকারীদের ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, সদর থানা পুলিশের এএসআই জিল্লুর রহমান, ডিবি পুলিশের এএসআই শাহানুর হোসন ও কনস্টেবল নাদিম।

পুলিশ জানায়, কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর বারোটার দিকে সাতক্ষীরা চৌরঙ্গী মোড়ে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে হাসপাতাল মোড় হয়ে সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড় অতিক্রম করে সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ১৫ জনকে আটক করে পুলিশ। এ দিকে আহত পুলিশ সদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ইসলাম জানান, আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।

কোটা আন্দোলনের সমম্বয়কারী ইমরান হোসেন জানান, গতরাত থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাদেরকে ছাড়িয়ে নিতে থানায় যাচ্ছিল তারা। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ