শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

তাড়াশে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

প্রকাশনার সময়: ১৭ জুলাই ২০২৪, ২২:৫৫

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (৩৩) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে তাড়াশ পৌর শহরের কোহিত গ্রামে নিজ বাড়িতে ইলেকট্রিকের কাজ করা সময় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ পৌর সভার নারী ওয়ার্ড কাউন্সিলর রুখসানা খাতুন রুপা।

নিহত মাসুদ রানা উপজেলার কোহিত গ্রামের আবু হানিফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় ওই ইলেকট্রিশিয়ান নিজ বাড়িতে সেচের মোটর মেরামতের কাজ করছিলেন। এমন সময় তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক বাড়ির লোকজনেরা উদ্ধার করে তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে।

পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসে‌ছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ