ফরিদপুরে ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।
বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব সদরদী এলকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বি.আর.টি.সি পরিবহনের সাথে মাদারীপুর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী লোকাল বাস শাহ-ফরিদ (সুজন পরিবহনের) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহ-ফরিদ পরিবহনের তিন যাত্রী নিহত হন। এসময় দুই বাসের কমপক্ষে ৩০ জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আবু জাফর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়াও বি.আর.টি.সি পরিবহনের ড্রাইভার আটকে থাকায় তাকে হাইড্রলিক স্পেডার ও র্যামডান দিয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. আবু নোমান জানান, বাস দুটি অপসারণ করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ