ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

মুক্তিযোদ্ধাদের কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

প্রকাশনার সময়: ১৭ জুলাই ২০২৪, ১৭:৫৬

কোটা ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে বিভিন্ন বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে অবমাননা এবং কটুক্তি করার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে শহরের টাউন ক্লাব সড়ক অবরোধ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বক্তব্যে বীর মুক্তিযোদ্ধারা বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধ করেই আপনাদের এই বাকস্বাধীনতা এনে দিয়েছি। আর সেই বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা ও কটুক্তি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তিকারীদের বিচার দাবি করে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে।

এদিকে, একই সময়ের কোটা আন্দোলনে জড়িত হয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের হামলার অভিযোগ তুলে পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন ক্লাবে শেষ হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ