রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বিদ্যুৎস্পর্শে ব্রাহ্মণবাড়িয়ায় মা ও ছেলের মৃত্যু

প্রকাশনার সময়: ১৫ জুলাই ২০২৪, ২২:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পর্শে মা ও ছেলের মৃত্যু হয়েছে। পৌরশহরের খারপাড়া এলাকায় সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম ও তার ছেলে আরিফ মিয়া। আহত হয়েছেন তার মেয়ে সানজিদা আক্তার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সম্প্রতি সুমন তার বসতবাড়িতে টিন শেডের একটি ঘর তৈরি করেছিলেন। আজ সন্ধ্যায় তার ছেলে আরিফ ঘরে বিদ্যুতের লাইনের কাজ করেছিলেন। হঠাৎ একটি তারে আটকে যায় সে। এ সময় তার মা তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পর্শ হন। ঘরে থাকা তার বোন দুজনকে উদ্ধারে এগিয়ে এলে সে-ও বিদ্যুৎস্পর্শে আহত হয়। পরে স্থানীয়রা তাদের তিনজনকে আহত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ