ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে চুরি হওয়া ৯ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশনার সময়: ১৫ জুলাই ২০২৪, ১৪:২০

টাঙ্গাইলে এক আন্ত:জেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

গ্রেপ্তার শহিদ মাঝি (৩০) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দুপুর ১২টায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন টাকাগুলো ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়।

এ সময় তিনি লতিতা ফার্মেসির সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে দশ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে এই বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ওই দিনই মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে। পরে রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামি শহিদ মাঝিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে চুরিকৃত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও বাকি এক লাখ টাকা উদ্ধার করার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ