রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
শনিবার (১৩ জুলাই) সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে কেছমত মোল্লা আড়ত হতে নিলামের মাধ্যমে বাঘাইড় মাছটি ১৩ 'শ টাকা কেজি দরে কিনে নেন ভাই ভাই মৎস ব্যবসায়ী মাসুদ মোল্লা।
মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা জানান, শনিবার সকালে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেলে মাছটি ধরেন মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে গোপাল হলদার। মাছটি বিক্রির জন্য ফেরিঘাটে নিলামে ওঠালে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৩'শ টাকা কেজি দরে আমি ৩২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেই।
পরে মাছটি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ১৪'শ টাকা দরে ৩৫ হাজার টাকায় আলফাডাঙ্গার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেন।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ