ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাট পৌরসভার বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ১৩ জুলাই ২০২৪, ১৩:৫৫

আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠনের প্রত্যয় নিয়ে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে লালমনিরহাট পৌরসভা।

শনিবার (১৩ জুলাই) সকালে লালমনিরহাট পৌরসভা মার্কেটের তৃতীয় তলা হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।

এ সময় প্রস্তাবিত বাজেটের নির্ধারণ অর্থের উৎস ও উৎস হতে আয় এবং ব্যায়ের খাত নিয়ে উন্মুক্ত আলোচনা সভা ও মতবিনিময় করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।

লালমনিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪৮ কোটি ৭৮ লক্ষ ৮৬ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। তাছাড়া ২০২৪-২০২৫ প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৪ লক্ষ ৯৫ হাজার ৩৭০৮ টাকা, পানি শাখা থেকে আয় ৬৩ লক্ষ ৩০ হাজার ৩৬৫ টাকা, উন্নয়ন বাস্তবায়ন খাতে প্রাপ্তি ৩৪ কোটি ৬৯ লক্ষ ৯৭ হাজার ৪৪৭ টাকা।

বাজেট অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায় হিসাবরক্ষণ কর্মকর্তা, শফিকুল ইসলাম, কাউন্সিলর বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ