ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ১২ জুলাই ২০২৪, ২১:০৭

ঠাকুরগাঁওয়ে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে সাদ ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সবদল হাটের সিঙ্গিয়া গ্রামে বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার বালিয়া ইউনিয়নের ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে কয়েকজন শিশুর সাথে বাড়ির পাশে কালভার্ট সংলগ্ন এক পুকুরে সাঁতার কাটতে যায় সাদ। সাঁতার কাটতে কাটতে সেখানে একটি গর্তের মধ্যে ডুবে যায় শিশুটি। খবর পেয়ে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ