কিশোরগঞ্জের কটিয়াদিতে ধানিজমি থেকে স্মৃতি (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) সকালে কটিয়াদি উপজেলার হালুয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
ওই গৃহবধূ কটিয়াদি পৌর এলাকার হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে ও কটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়নের প্রবাসী আমিনের স্ত্রী।
জানা যায়, স্মৃতির স্বামী আমিন প্রবাসে থাকে। তাই স্মৃতি বাবার বাড়ি হালুয়াপাড়াতে থাকতো। বৃহস্পতিবার রাতে গৃহবধূর স্বামীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তার স্বামী তাকে ১০ হাজার টাকা পাঠিয়ে বলে স্বামীর বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি মসূয়াতে চলে যাওয়ার জন্য। এরপর রাতে শ্বশুর বাড়ির উদ্যেশ্যে বের হবার পর থেকেই কোন খোঁজ পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে হালুয়াপাড়া এলাকায় একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাতে স্মৃতি স্বামীর বাড়ি যাওয়ার উদেশ্যে বাবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান কোথাও পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়রা সংবাদ দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ