ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তাড়াশে চোরাই গরুসহ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২৪, ১৬:৫৩

সিরাজগঞ্জের তাড়াশে একটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) গভীররাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাগবাটি গ্রামের হরিনাম বাগবাটি এলাকার প্রয়াত মজিবর রহমানের ছেলে মো. ইরমান হোসেন দয়াল ও দেশীগ্রাম গ্রামের অকিম বকস আকন্দের ছেলে মো. সোরহাব আলী আকন্দ।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দেশীগ্রামের সোরহাব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে একটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলার রয়েছে। তাদেরকে মামলার পর কারাগারে পাঠানো হবে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ