পঞ্চগড়ে বজ্রপাতে রণজিৎ চন্দ্র বর্মন (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চার জন।
সোমবার (২৭ সেপ্টেম্বর ) রাতে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে রণজিৎ চন্দ্র বর্মন ওই এলাকার ভুজেন চন্দ্র বর্মনের ছেলে।
আহতরা হলেন একই এলাকার কালকাটু বর্মনের ছেলে গণেশ চন্দ্র বর্মন (৪৫) কানাদুরু চন্দ্রের ছেলে কুলিন চন্দ্র (৪৫), বিরেন্দ্রনাথের ছেলে পরিতোষ (৩২) ও প্রেমোহরি বর্মনের ছেলে ভবেশ বর্মন (৫৫) ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে রসেয়া জামুরিবাড়ি দূর্গামন্ডম এলাকায় রণজিৎসহ তার ৪ প্রতিবেশী একটি দোকানে আড্ডা দিচ্ছিলো। এসময় হঠাৎ বজ্রপাত হলে পরে তারা বজ্রাঘাতে আহত হয়ে মাটিতে পড়ে পড়ে যায়।
এদিকে স্থানীয়রা তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ু কবীর রঞ্জিতের ইসিজি পরীক্ষা করানোর পরামর্শ দেন । সাথে সাথেই ইসিজি পরীক্ষার ফলাফল দেখে রঞ্জিতকে মৃত ঘোষনা করেন তিনি।
এদিকে আহতদের মধ্যে ভবেশ চন্দ্র রায়ের অবস্থা আশংকা জনক হওয়া তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত গণেশ, কুলিন এবং পরিতোষ আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) দুলাল উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ