ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

প্রকাশনার সময়: ০৮ জুলাই ২০২৪, ০৯:৪২ | আপডেট: ০৮ জুলাই ২০২৪, ১১:৪৪
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।

সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ পাঁচটি উদ্ধার করে নিয়ে আসে।

স্থানীয়দের ধারণা, চিটাগাং মেইল ট্রেন নয়তো তূর্ণা ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন। নিহতদের সবাই পুরুষ।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেন থেকে পড়ে তারা কাটা পড়েছেন না কি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছেন তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানতে কাজ চলছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ