পাবনার ঈশ্বরদীতে বাঁশঝাড় থেকে টিপু প্রামাণিক (৪১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরকুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রকিব উদ্দিন জানান, শনিবার রাতে শ্বশুর বাড়ি পাবনা থেকে নিজ বাড়ি চরকুরুলিয়ায় ফিরছিলেন টিপু প্রামাণিক। রাত সাড়ে ১০টার দিকে চরকুরুলিয়া হাটের পাশে সাবেক ইউপি সদস্য মাহফুজা খাতুনের বাড়ির সামনে বাঁশঝাড়ে গর্তের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক সুজন কুমার জানান, এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রাতে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে গর্তে পড়ে মারা যেতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ