ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে স্পার বাঁধে ধস, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ

প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২৪, ১৪:৩০

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা তিস্তা নদীর স্পার বাঁধে ধস দেখা দিয়েছে। তাৎক্ষণিক পাউবো থেকে জিও ব্যাগ ফেলে ধস আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবুও আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাটি এলাকার লাখো মানুষ। শনিবার (৬ জুলাই) বিকেল থেকে তিস্তার পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।

এতে মহিষখোচা গোবর্ধন ২ নম্বর স্পার বাঁধের সংযোগ স্থলে ধস দেখা দিয়েছে। ধীরে ধীরে ধস প্রকট আকার ধারণ করলে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা শুরু হয়। এতে সাময়িকভাবে আটকালেও পানি বাড়তে থাকায় রাতের মধ্যে ধসের শঙ্কা রয়েছে। স্পার ধসে ভাটিতে থাকা ৩ থেকে ৫ হাজার পরিবার ঝুঁকির মুখে পড়েছে। এদিকে তিস্তাসহ জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করায় শঙ্কায় রয়েছেন লাখো মানুষ। ধীরে ধীরে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে থাকায় নির্ঘুম রাত কাটবে এসব মানুষের।

পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, আগামী ২৪ ঘণ্টা এ অঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে। ফলে নিচু এলাকা প্লাবিত হবে। ধস এলাকায় জরুরি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ