ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

ভাঙা রেললাইনে চটের বস্তা গুঁজে চলছে ট্রেন

প্রকাশনার সময়: ০৬ জুলাই ২০২৪, ১৭:৪৪

রাজশাহীতে রেললাইনের ভাঙা অংশের ওপরে চটের বস্তা গুঁজে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে স্থানীয়রা দেখে রেলওয়ের কর্মীদের জানায়। পরে রেলওয়ের কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করে।

জানা গেছে, রাজশাহী নগরীর বুধপাড়া গনির মোড় রেলক্রসিংয়ে (৫৮ নম্বর রেলব্রিজ) ট্রেনের লাইন ভেঙে গেছে। স্থানীয়দের ধারণা বৃহস্পতিবার (৫ জুলাই) রাতের কোনো এক সময় ট্রেনের লাইনটি ভেঙে গেছে।

এরপরে সকালে রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল করা রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ধীর গতিতে গেলেও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে ঘটনাস্থলের ওপর দিয়ে চলে যায়। এরপরে অন্য ট্রেনগুলো চলাচল করছে।

এরপরে রেলওয়ের কর্মীসহ আরও কয়েকজন এসে ঘটনাস্থল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে রেলওয়ে আরও কয়েকজন কর্মীরা এসে ঘটনাস্থল মেরামতের জন্য কাজ শুরু করেছেন। তবে বর্তমানে পাটের চট ভাঙা স্থানে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, রেলের কর্মীরা কাজ করছেন। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ