ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সরকার, বাংলাদেশ ও মানুষের উন্নয়নের সরকার।
শনিবার (৬ জুলাই) দুপুরে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আরইআরএমপি কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, একসময় উত্তরবঙ্গকে মঙ্গা পীড়িত অঞ্চল বলা হতো, কিন্তু বর্তমানে আমাদের উত্তরাঞ্চলে কোন মঙ্গা নেই; আমাদের এই অঞ্চলের মানুষজন এখন স্বনির্ভর ও স্বচ্ছল। বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আর্থিক সহযোগিতা, এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরের ধারাবাহিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার ফলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে, বদলে গেছে আমাদের জীবনমান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটা গ্রামকে শহরে রূপান্তর করেছেন, গ্রামীণ জনপদের জন্য শহরের সকল সেবা নিশ্চিত করছেন। সেই লক্ষ্যে আমাদের প্রত্যেক গ্রামে বিদ্যুৎ, পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিক উপহার দিয়েছেন।
সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হামীমা তাবাসসুম প্রভার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলাসহ অনেকে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ