নাটোরের লালপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে লালপুর-বানেশ্বর সড়কের দুড়দুড়িয়া ইউনিয়নের জামতলায় এ দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উধনপাড়া গ্রামের মাহাবুব আলমের স্ত্রী মোছা. রুবিনা খাতুন ও তার মেয়ে রোকেয়া খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে তিন বছরের শিশু রোকেয়া তার বাবা-মার সঙ্গে চিকিৎসার জন্য রাজশাহীর বাঘা হাসপাতালে যাওয়ার পথে লালপুর-বানেশ্বর সড়কের দুড়দুড়িয়া জামতলা এলাকায় পৌঁছালে লালপুর থেকে আসা একটি মাইক্রোবাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস জব্দ করে। মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ