ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু

প্রকাশনার সময়: ০৩ জুলাই ২০২৪, ১৩:৫৭ | আপডেট: ০৩ জুলাই ২০২৪, ১৪:০০

ঠাকুরগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা মোতাবেক ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলামের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকালে জেলার রোল করিশুন্ডা জয়েন্ট স্টেট উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামষ্টিক মূল্যায়ন পরিদর্শন করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার।

এ সময় জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সকাল ১০টায় শুরু হওয়া ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলবে ৫ ঘন্টা।

গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুল শাহজাহান-ই-হাবীব বলেন, যথাসময়ে সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে। শিক্ষার্থীরা অন্যরকম এক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে। নতুন শিক্ষাক্রমের কার্যক্রম বা শেখার জায়গা তাদের বেশ উৎসাহিত করতে পেরেছে।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক সামস্টিক মূল্যায়ন শুরু হয়েছে। শিক্ষার্থীরা কোন ধরণের ভয়- ভীতি এবং চাপ ছাড়াই উৎসবমুখর পরিবেশে মূল্যায়নে অংশগ্রহণ করেছে। যেখানে অভিভাবকসহ সকলের মাঝে পাবলিক পরীক্ষার মত আমেজ দেখা যাচ্ছে। এই মূল্যায়ন কার্যক্রমটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে গণ্য হবে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ