ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

নাটোরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

প্রকাশনার সময়: ০২ জুলাই ২০২৪, ১১:৪৩ | আপডেট: ০২ জুলাই ২০২৪, ১১:৪৭

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুলাই) সন্ধার দিকে বনপাড়া হাটিকুমড়ুল মহাসড়কের মশিন্দা মাঝপাড়া এলপিইজি ফিলিং স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম উপজেলার মশিন্দা ইউনিয়নের হাঁসমারী গ্রামের আবুল সরদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার তিনি নাতনির বিয়ের দাওয়াত খেতে পার্শ্ববর্তী মশিন্দার মাছপাড়া গ্রামে বিয়ে বাড়িতে গিয়েছিলেন। বাড়ির ফেরার মাঝপথে কাছিকাটা গ্যাস পাম্প এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাস মরিয়ম বেগমকে ধাক্কা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মরিয়ম বেগম।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমুল হক জানান, পরিবারটির আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ