ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে হেরোইন মামলায় ৫ বছর সাজা

প্রকাশনার সময়: ০১ জুলাই ২০২৪, ২০:০৩

লালমনিরহাটে হেরোইন মামলায় সাইফুল ইসলাম জনি (২৪) নামে এক যুবককে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুরে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত জনি লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনীর মতিয়ার রহমানের ছেলে।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের (ক) ধারায় এ সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১লা জুন লালমনিরহাটের শহহীদ শাহজাহান কলোনীর জৈনেক ভবেশ এর দোকান এলাকায় তার কাছ থেকে ১.০২ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ