আমার গ্রাম হোক আমার ব্লাড ব্যাংক প্রতিপাদ্যকে সমানে রেখে নওগাঁ ব্লাড সার্কেলের সহযোগিতায় তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করেন। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিয়েনের আয়োজন করে নওগাঁর সেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল।
শনিবার (২৯ জুন) সকাল ১০টায় নওগাঁ পৌরসভার ৯নং ওর্য়াডের চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে শুরু হয় এই ক্যাম্পেইন। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এ ক্যাম্পেইন। ক্যাম্পিইনে চকরামপুর মহল্লার তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইলে স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুলের সদস্য সাঈদ জোবায়েদ অনিক বলেন, আমরা বিভিন্ন সময়ই লক্ষ্য করে থাকি আমাদের মহল্লার মানুষের রক্তের প্রয়োজন হয়, জরুরি মুহূর্তে রক্ত ব্যবস্থা করা অনেক কষ্টসাধ্য হয়ে উঠে। এলাকার মানুষ যেন রক্তদানে উদ্বুদ্ধ হয় এবং সচেতন হতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই ক্যাম্পিয়েন।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ