ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

চুয়াডাঙ্গায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ২৯ জুন ২০২৪, ১৪:৫৭ | আপডেট: ২৯ জুন ২০২৪, ১৫:০১

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের সন্তোষপুর তেল পাম্পের কাছে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রাস্তার পাশে এক বৃদ্ধ লোককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই আমরা। মৃতদেহ দেখে আমাদের এলাকার বলে মনে হয়নি। ধারণা করা হচ্ছে, যাত্রীবাহী পরিবহন বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে জীবননগর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান বলেন, সকালে সন্তোসপুর তেল পাম্পের নিকট অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর শুনে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে জীবননগর থানা নেওয়ার পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে আমারা এখনো মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ