নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের তেনাছেরা গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় ।
নিহত শিউলি বেগম চংধুপইল ইউনিয়নের তেনাছেরা গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, শিউলীর বাড়িতে চারদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে রাত্রিযাপন করেছিল। কিন্তু অজ্ঞাত ওই মামার এখন হদিস পাওয়া যাচ্ছে না।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ