ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাদকের আসরে র‌্যাবের অভিযান, গ্রেফতার ২৩

প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:২৯

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর রোডের ভাইভাই এন্টারপ্রাইজ মিলের পশ্চিম পার্শ্বে খলিল সরকারের প্রাচীর বেষ্টিত আম বাগানের ভিতরে অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় ২৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের অপারেশনে তারা আটক হন।

আটককৃতদের কাছ থেকে ১০ পুরিয়া বা ১০ গ্রাম গাঁজা, ১টি কলকী, ২০টি নাছির বিড়ি, ১টি গ্যাস লাইট, ১টি ব্লেড উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর হইতে মারিয়াগামী রোডের ভাই-ভাই এন্টারপ্রাইজ মিলের পশ্চিম পার্শ্বে জনৈক খলিল সরকারের প্রাচীর বেষ্টিত আম বাগানের ভিতর কতিপয় ব্যক্তি আসর বসিয়ে মাদকদ্রব্য গাঁজা সেবন করিতেছে এবং জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করিতেছে। এই সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে র‌্যাবের সঙ্গীয় অফিসার ফোর্সসহ আম বাগানের ভিতর অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব আসর হতে পালানোর চেষ্টাকালে আসামীদের গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ১৯(ক)/৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ