লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামসুল হক (৪১) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামসুল হক উপজেলার ওই এলাকার বদিউজ্জামানের ছেলে ও কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়িতে বিদ্যুতের ক্যাবল মেরামত করছিলেন সামসুল হক। এ সময় অসাবধানতাবশত ক্যাবল ছিড়ে যায়। এতে সেই ক্যাবলে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারো কোনো গাফিলতি থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ