ময়মনসিংহের নান্দাইলে ট্রাক্টর উল্টে মো. সুজন মিয়া (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন বেড়িবাঁধ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ১৫ বছর ধরে ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মো. সুজন মিয়া সাব্বিরকে সঙ্গে নিয়ে ট্রাক্টর মেরামত করতে কিশোরগঞ্জ সদরে যান। মেরামত শেষে রাত সাড়ে ১০টার দিকে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই বেড়িবাঁধ রোডে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সুজনের কাকা খোকন মিয়া বলেন, সুজন মিয়া আগে ছোট ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেন। কিছুদিন আগে ৪ লাখ টাকা দিয়ে বড় ট্রাক্টর কিনেছিলেন। গতকাল সকালে ট্রাক্টর মেরামত করতে কিশোরগঞ্জ যান। রাতে ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে তার নিচে চাপা পড়ে সুজনের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘শুনেছি তিনি নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিজেই মারা গেছেন। বিষয়টির খোঁজ নিচ্ছি।’
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ