ঢাকা, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ জিলহজ ১৪৪৫

নান্দাইলে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রকাশনার সময়: ২৬ জুন ২০২৪, ২২:০৪

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

নান্দাইল উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাসলিমা বেগম তামান্না শপথ গ্রহণ করেন।

বৃহস্পতিবার থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা স্ব-স্ব চেয়ারের দায়িত্ব পালন করবেন।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারাসহ নান্দাইলবাসী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে অভিনন্দনসহ সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নান্দাইলবাসীর উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ