ঢাকা, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ জিলহজ ১৪৪৫

ট্রাক নিয়ে গরু চুরি, ধাওয়া খেয়ে গরু রেখে পালাল চোরের দল

প্রকাশনার সময়: ২৬ জুন ২০২৪, ২০:১০ | আপডেট: ২৬ জুন ২০২৪, ২০:১৫

জামালপুরের মেলান্দহে ধাওয়া খেয়ে ট্রাকে পা বাঁধা অবস্থায় সাতটি গরু রেখে পালিয়ে গেছে চোরের দল।

বুধবার (২৬ জুন) সকালে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মালঞ্চ এলাকায় ট্রাকে গরু রেখে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 'মাদারগঞ্জ উপজেলা শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এলাকার তিনটি বাড়ি থেকে সাতটি গরু চুরি করে ট্রাকের বোঝাই করে পালিয়ে যায় চোরের দল। মালঞ্চ দিয়ে জামালপুর শহরে দিকে ট্রাকটি যাওয়ার পথে একটি মোটরসাইকেল নিয়ে চোরের দলকে ধাওয়া দেন। একপর্যায়ে চোরের ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল ট্রাকের নিচে পড়ে গেলে ট্রাকের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এর ফলে চোরের দল পালিয়ে যায়।

গরু মালিক শাহজালাল বলেন, 'রাত ২টার পরে আমার ৪ গরু চুরি হয়। ভোর সকালে বুঝতে পেরেছি যে গরু চোরের নিয়ে গেছে। এর মধ্যে আমার একটা মারা গেছে।

গরু মালিক সাইফুল ইসলাম বলেন, 'আমার দুই গরু, আমি সকালে বুঝেছি গরু চুরি হয়েছে। পরে ফেসবুকে দেখতে পাই ট্রাকের ভিতরে গরুর রেখে চোর পালিয়ে গেছে। এরপর এখানে এসে দেখি আমার দুই গরু।

এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, 'ট্রাকের ভিতরে গরু রেখে পালিয়েছে চোরেরা। এই ঘটনায় মামলা দায়ের হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ