ঢাকা, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ জিলহজ ১৪৪৫

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশনার সময়: ২৬ জুন ২০২৪, ১৯:৪৪ | আপডেট: ২৬ জুন ২০২৪, ২১:১০
ফাইল ছবি

চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের মধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে মোগলাবাজার-মাইজগাঁও সেকশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির পাঁচ-ছয়টি বগি রেললাইন থেকে পড়ে যায়। এতে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন।

শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধারকাজ শুরু হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ