ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে শুদ্ধাচার পুরস্কার পেলেন আনসার জেলা কমান্ড্যান্ট

প্রকাশনার সময়: ২৬ জুন ২০২৪, ১৯:০১

২০২৩ ও ২৪ অর্থবছরের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন।

গত ২০ জুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের উপ-পরিচালক (জেনারেল) ও ফোকাল পয়েন্ট (শুদ্ধাচার কৌশল) মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক স্মারকলিপিতে শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্তদের ক্রোড়পত্র প্রকাশ করেন।

মিনহাজ আরেফিন বলেন, প্রতি অর্থবছরে সততা ও নৈতিকতার উপর শুদ্ধাচার পদক দেয়া হয়ে থাকে। এবারে রংপুর বিভাগে জেলা কমান্ড্যান্ট হিসেবে আমি মনোনীত হয়েছি। এ জেলায় প্রথমবারের মতো কোনো জেলা কমান্ড্যান্ট এমন পুরস্কারের জন্য মনোনীত হয়েছি।

তিনি বলেন, এটি আমার কর্মজীবনে একটি বড় পাওয়া। এমন পদক আগামীতে কর্মজীবনে আরো বেশি বেশি শুদ্ধাচার চর্চায় অনুপ্রাণিত করবে। সকলে জন্য দোয়া করবেন, যাতে সততা ও নৈতিকতার সাথে সেবা প্রদান করতে পারি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ