নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে লাগা আগুনে একজন দগ্ধ হয়েছেন এবং একজন নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলে নৌযানের ভেতর থেকে ওই মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফতুল্লা থানার ওসি নুরে আজম জানান, এ ঘটনায় একজন নিহত ও একজন দগ্ধ হওয়ার বিষয়টি জানতে পেরেছি। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এসময় তেলের ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। হয়তো সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে। একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, বাকি ৩ জনের বিষয়ে এখনও জানি না।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ