লালমনিরহাট রেলওয়ে স্টেশনের বিদ্যুৎ বিলের জন্য বার বার নোটিশ দেয়ার পরেও বিল পরিশোধ করেনি রেলওয়ে বিভাগ। পরে রেলওয়ের মেইন সংযোগ বিচ্ছিন্ন করেছে নেসকো লালমনিরহাট অফিস। এতে পুরো স্টেশন এলাকায় নেমে আসে অন্ধকার। তাদের বিল বকেয়া প্রায় ৫৭ লাখ ৬ হাজার ৩৭৩ টাকা।
লালমনিরহাট রেল বিভাগ প্রায় ৫৭ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রাখায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) লালমনিরহাট রেল বিভাগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। পরে আলোচনা সাপেক্ষে ৫ ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করা হয়।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টায় রেলওয়ের পাওয়ার হাউসের মেইন সংযোগ বিচ্ছিন্ন করে (বিদ্যুৎ বিভাগ) নেসকো লালমনিরহাট অফিস।
জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে বিভাগ গত ৩ মাস থেকে বিদ্যুৎ বিল বকেয়া রাখে। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য নেসকো স্থানীয় অফিস থেকে বারবার নোটিশ দিয়ে তাগিদ দিলেও বকেয়া ৫৭ লাখ ৬ হাজার ৩৭৩ টাকা পরিশোধ করা হয়নি। পরে রেলওয়ের পাওয়ার হাউসের মেইন সংযোগ বিচ্ছিন্ন করে নেসকো লালমনিরহাট অফিস।
পরে আলোচনা সাপেক্ষে ৫ ঘণ্টা পর রাত ৮টার দিকে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করে দেয় নেসকো। মঙ্গলবার সরেজমিনে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় রেলওয়ে বিভাগীয় স্টেশনে অপেক্ষমাণ যাত্রী প্রচণ্ড তাপদাহে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘ সময় থেকে জেনারেটরের সাহায্যে ঢাকাগামী ট্রেনসহ আন্তঃনগর ও অন্যান্য ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। সন্ধ্যা নামতেই পুরো স্টেশন এলাকায় অন্ধকার নেমে আসে। স্টেশনে থাকা যাত্রীরা মোবাইলের লাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠা-নামা করছেন। বিদ্যুৎ না থাকায় স্টেশনে থাকা ট্রেনগুলো ধোয়ামোছা করতে পারছে না কর্তব্যরতরা।
লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম জানান, মঙ্গলবার বিকেল ৩টায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পরে জানতে পারি, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে পুরো রেল বিভাগের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ না থাকায় পুরো স্টেশনে অন্ধকার নেমে এসেছে। এটি বিপজ্জনক অবস্থা। কখন বিদ্যুৎ আসবে তাও সঠিক বলতে পারছি না।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খায়রুল আলম জানান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা হওয়ায় রাত ৮টার দিকে তারা বিদ্যুৎ সংযোগ সচল করে দেন।
লালমনিরহাট নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায় জানান, গত ৩ মাস থেকে বিদ্যুৎ বিল দেয়নি রেল বিভাগ। বিল পরিশোধের জন্য একাধিকবার দাফতরিক চিঠি দিয়ে তাগিদ দেওয়া হয়েছে। মোট ৫৭ লাখ ৬ হাজার ৩৭৩ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ কারণেই রেল বিভাগের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরে রেল বিভাগ কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করবে মর্মে রাত ৮টার দিকে সংযোগ দেওয়া হয় বলে জানান তিনি।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ