ফরিদপুরের ভাঙ্গায় চতুল বিল এলাকা থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ জুন) সকালে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকরাহটি গ্রামে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের জানা যায়, ভাঙ্গা উপজেলার চতুল বিলে ভুট্টা ক্ষেতের পাশে কাশবনের ভেতরে অজ্ঞাতনামা নারীর মরদেহ পাওয়া যায়। এ সময় স্থানীয় একজন খালের ভেতর জাল পাততে গিয়ে অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ বলেন, ভাঙ্গা থানার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের একটি অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এটি একটি নারীর মরদেহ। তবে মরদেহটি এখনও শনাক্ত করা যায়নি। অর্ধগলিত বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করেছি। পিবিআই ও সিআইডির এসে মরদেহের ডিএনএ নমুনা নেবে এবং সম্ভব হলে ফিঙ্গার প্রিন্ট নেয়া হবে।
মরদেহটি দেখে মনে হচ্ছে ১০-২০ দিনের পুরাতন হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, আশপাশে এলাকার কেউ মরদেহটি শনাক্ত করতে পারেনি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের অনুসন্ধান টিম দিয়ে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ