ঢাকা, রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

পটুয়াখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের 

প্রকাশনার সময়: ২৬ জুন ২০২৪, ১০:৩৪

পটুয়াখালীর দশমিনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শামীম খাঁন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে জেলার সদর উপজেলার শৌলা এলাকায় পটুয়াখালী-দশমিনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শামীম জেলার লক্ষীপুর গ্রামের আবদুল ছালাম খাঁনের ছেলে। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলেন।

একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে চালক শামীম তার বাইকে দুইজন যাত্রী নিয়ে জেলা শহরের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যা ৭টার দিকে শৌলা এলাকায়

পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শামীম গুরুতর আহত হলে আশঙ্কজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা উপজেলার ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সমিতির সভাপতি বাচ্চু মিয়া শামীম খাঁনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন এ পেশায় থেকে সংসার চালিয়ে আসছেন। দুর্ঘটনার খবর শুনে আমরা ৭-৮ জন চালক পটুয়াখালী জেনারেল হাসপাতালে যাই। শামীম খাঁনের অকাল মৃত্যুতে আমরা শোকাহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, মৃত্যুর বিষয় শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রকাশ্যে রোড এক্সিডেন্টে মারা যাওয়ায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ