গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে মাছের আঘাতে আব্দুল হক (৫০) নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট লঞ্চ ঘাটের পাশে কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
আব্দুল হক উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের কালিজুরী (ছত্রিশ) গ্রামের নূর উদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই আব্দুল আহাদ।
তিনি বলেন, সকাল ১১ টার দিকে স্থানীয় কয়েকজন মৎস্যজীবী কুশিয়ারা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় জালে একটি বাউশ মাছ ধরা পরে। জাল থেকে মাছ তুলতে গিয়ে বুকের মধ্যে মাছের আঘাতে লাগে। মাছের আঘাতে সাথে সাথে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ