ঢাকা, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ জিলহজ ১৪৪৫

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রী নিহত, আহত ২

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৪, ২০:২৪

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন (কালিয়াকৈর) বুকিং মাস্টার আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৫০)। তিনি পেশায় একজন সিএনজি চালক। অপরদিকে, আহত দুজন একই এলাকার আবুল কালামের ছেলে নুর নবী (৩৫) ও সোবহান মিয়ার ছেলে মাসুদ মিয়া (৩৩)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরবঙ্গ থেকে সকালে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি দুপুরের দিকে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন অতিক্রমের সময় মোয়াজ্জেম হোসেন, নুর নবী ও মাসুদ মিয়া নামে তিন যাত্রী রেললাইনের ওপর দিয়ে যাওয়া অবৈধ ডিস লাইনের তারের সাথে আটকিয়ে যায়। এতে চলন্ত ট্রেনের ওপর থেকে তারা ছিটকে পড়ে যান।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ