ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

টাঙ্গাইলে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৪, ১২:৫৭

টাঙ্গাইলের মির্জাপুরে একটি পুকুর সংস্কার করতে গিয়ে মাটির নিচ থেকে পাওয়া গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ জুন) রাতে পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর থেকে গ্রেনেড উদ্ধার করে পুলিশ।

এ দিকে গ্রেনেড উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে ভীতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করলে স্থানীয় লোকজন তা দেখার জন্য ভিড় জামায়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ৯৯৯ এ কল পেয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। তবে অনেক দিনের পুরোনো হওয়ায় এর কার্যক্ষমতা নেই বলে তিনি জানিয়েছেন। গ্রেনেডটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে বলে ধারণা করছেন তিনি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ