সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক এবং প্রাইভেটকার সংঘর্ষে পিংকি খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে সোমবার (২৪ জুন) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিংকি খাতুন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকার অ্যাড. আব্দুল ওয়াহিদের স্ত্রী। আহতরা, একই এলাকার প্রাইভেটকারের চালক মোশারফ হোসেন (৪০) অ্যাড. আব্দুল ওয়াহিদ (৪২) ও নিহতের দুই শিশুকন্যা।
পুলিশ সূত্রে জানা যায়, অ্যাড. আব্দুল ওয়াহিদ পঞ্চগড় থেকে পরিবার নিয়ে প্রাইভেটকারযোগে ঢাকা যাচ্ছিলেন। এ সময় উপজেলার ঝাঔল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যায় ও ট্রাকটি সরিয়ে দেয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সকাল পৌনে ৯টায় দিকে কামারখন্দে মহাসড়কের ঝাঔল ওভারব্রিজ সংলগ্ন ট্রাকের সঙ্গে উল্টো দিক থেকে আসা প্রাইভেটকারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ