চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর এলাকায় বেসরকারি ন্যাশনাল হাসপাতালে সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ ফয়সাল নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তার কোমর-পেটের কিছু অংশ ও হাত পুড়ে গেছে। তিনি ওই হাসপাতালের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।
রোববার (২৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত মোহাম্মদ ফয়সাল (৩৫) উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের আলী আকবরের ছেলে।
ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ ফয়সাল জানান, তার দুই হাত ও পেটসহ বিভিন্ন স্থানে পুড়ে গেছে। আহত মোরশেদের পরিবার উন্নত চিকিৎসার দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বেডে রেখে চিকিৎসা দিচ্ছেন।
ন্যাশনাল হাসপাতালের পরিচালক মোহাম্মদ বেলাল জানান, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ফয়সালকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিকে উন্নত চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ